র-ভ্রান্তি কী? কিভাবে হয়?
অন্য ব্যাঞ্জনের পুর্বে র-ধ্বনির আগমন পূর্বক উচ্চারনের মাধ্যমে র-ভ্রান্তি হয়ে থাকে। সাধারনত গ্রাম্য ও অশিক্ষিতদের উচ্চারনে এই প্রবণতা লক্ষ্য করা যায়। অল্পশিক্ষা বা অজানার জন্য যেখানে র নেই সেখানেও র এর আমদানি হয়ে যায়। এই র এর আগমন বা আমদানি হচ্ছে র-ভ্রান্তি।
র-ভ্রান্তির উদাহরণঃ
সাহায্য > (সাহারয্য) সাহার্য্য;
চিন্তান্বিত > চিন্তার্ণ্বিত;
মোকদ্দমা > মোকর্দমা ইত্যাদি।
র-ভ্রান্তি একটি ব্যাঞ্জনাগমও বটে।
No comments:
Post a Comment