ট্রাকের গায়ে 'সাধারণ পরিবহন' লিখা দেখে আমরা হয়তো ভাবি " কেন ট্রাকের গায়ে সাধারণ পরিবহন লিখা থাকে?"
'সাধারণ পরিবহন' দ্বারা বুজানো হচ্ছে "জনসাধারনের জন্য পরিবহন"। এখানে সংক্ষেপ করে লিখা থাকে সাধারন পরিবহন।এই পরিবহন সাধারন জনগন যেকোন সাধারন ক্ষেত্রে উপযুক্ত পারিশ্রমিকের ভিত্তিতে ব্যবহার করতে পারবেন। এই পরিবহন সাধারণ যেকোনো কাজে ব্যবহার হয়।
ধন্যবাদ- শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
No comments:
Post a Comment