উচ্চারণরীতি অনুসারে ব্যঞ্জনবর্ণের শ্রেণিভাগ দুইভাবে করা যায়ঃ
১। ঘোষ-অঘোষ
২। অল্পপ্রাণ-মহাপ্রাণ (গত পোস্টে আলোচিত।)
২। অল্পপ্রাণ-মহাপ্রাণ (গত পোস্টে আলোচিত।)
চলুন আজকে ঘোষ-অঘোষ বর্ণ সম্পর্কে জানি-
ঘোষ বর্ণঃ
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে।
বর্গের ৩য়-৪র্থ বর্ণ ঘোষ বর্ণঃ গ-ঘ-জ-ঝ-ড-ঢ-দ-ধ-ব-ভ--
অঘোষ বর্ণঃ
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নাদিত হয় তাদের অঘোষ বর্ণ বলে।
স্যার, উচ্চারণ নিনাদিত ও নাদিত মানে কি একটু বলবেন?
ReplyDeleteউচ্চারণ নিনাদিত হয় অর্থাৎ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কেঁপে উঠে এবং
Deleteউচ্চারণ নাদিত হয় অর্থাৎ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না।
শ ঘোষ না অঘোষ বর্ণ জানান। এটি চতুর্থ শ্রেণীর প্রশ্ন।
ReplyDeleteশ,ষ,স অঘোষ ধ্বনি।
DeleteHow can be Ushma Barna aghosh Barna?
Deletethanks
ReplyDeleteThanks for help me
ReplyDeleteতাহলে বর্গের শেষ বর্ণকে কি বলা হয়??জানালে উপকৃত হতাম।
ReplyDeleteপ্রদত্ত চিত্র লক্ষ্য করলে বুজবেন বর্গের ৫ম বর্ণ নাসিক্য বর্ণ হয়ে থাকে।
Deleteধন্যবাদ
ReplyDeleteI
Deleteড় ঘোষ নাকি অঘোষ??
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteড় তাড়নজাত ধনি।
Delete"ড়" হলো ঘোষ,অল্পপ্রাণ।
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteধন্যবাদ sir বড্ড উপকৃত হলাম ।।
ReplyDeleteথ্যাংকস
ReplyDeleteখুব উপকৃত হলামস্যার
ReplyDelete।
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteHelpful
ReplyDeleteখন্দত্ত কি ঘোষ না অঘোষ? Mcq তে অঘোষ লিখা
ReplyDeleteঅঘোষ ।
Deleteএকটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির নাম কি?
ReplyDeleteকবি শব্দটি অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ কোনটি হবে?
ReplyDeleteস্যার সাকার শব্দের বিপরিত শব্দটা জানালে উপকৃ হতাম
ReplyDeleteনিরাকার
Deleteএকদম ঠিক বলেছিস সয়তান কোথাকার
Deleteবেয়াদব ছেলে মানে স্যার🤬🤬🤬
নুরুল মাহমুদ ই
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete"হ" কি ঘোষ নাকি অঘোষ?
ReplyDeleteয কি ধ্বনি
ReplyDeleteয কি ধ্বনি
ReplyDeleteম পর্যন্ত বিস্তারিত লিখেছেন এখানে, বাকিগুলো লিখলে ভালো হতো
ReplyDelete