window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-XHK0X7LJ25'); Query Bangla: ঘোষ-অঘোষ বর্ণ কি - কোনগুলো?

Saturday, April 20, 2019

ঘোষ-অঘোষ বর্ণ কি - কোনগুলো?

উচ্চারণরীতি অনুসারে ব্যঞ্জনবর্ণের শ্রেণিভাগ দুইভাবে করা যায়ঃ

১। ঘোষ-অঘোষ
২। অল্পপ্রাণ-মহাপ্রাণ  (গত পোস্টে আলোচিত।)

চলুন আজকে ঘোষ-অঘোষ বর্ণ সম্পর্কে জানি-

ঘোষ বর্ণঃ 
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত  অধিক বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নিনাদিত হয় তাদের ঘোষ বর্ণ বলে।

বর্গের ৩য়-৪র্থ  বর্ণ  ঘোষ বর্ণঃ  গ-ঘ-জ-ঝ-ড-ঢ-দ-ধ-ব-ভ--


অঘোষ বর্ণঃ 
যে বর্ণগুলো উচ্চারণ করতে ফুসফুস থেকে অপেক্ষাকৃত  কম বাতাস প্রবাহিত হয় এবং উচ্চারণ নাদিত হয় তাদের অঘোষ বর্ণ বলে।

বর্গের ১ম ও ২য়  বর্ণ অঘোষ বর্ণঃ ক-খ-চ-ছ-ট-ঠ-ত-থ-প-ফ

 

ঘোষ-অঘোষ বর্ণ কি - কোনগুলো

 


শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

আরো পড়ুনঃ

বাংলা বর্ণমালায় স্পর্শ ধ্বনি
  1. স্যার, উচ্চারণ নিনাদিত ও নাদিত মানে কি একটু বলবেন?

    ReplyDelete
    Replies
    1. উচ্চারণ নিনাদিত হয় অর্থাৎ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কেঁপে উঠে এবং
      উচ্চারণ নাদিত হয় অর্থাৎ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না।

      Delete
  2. শ ঘোষ না অঘোষ বর্ণ জানান। এটি চতুর্থ শ্রেণীর প্রশ্ন।

    ReplyDelete
    Replies
    1. শ,ষ,স অঘোষ ধ্বনি।

      Delete
    2. How can be Ushma Barna aghosh Barna?

      Delete
  3. তাহলে বর্গের শেষ বর্ণকে কি বলা হয়??জানালে উপকৃত হতাম।

    ReplyDelete
    Replies
    1. প্রদত্ত চিত্র লক্ষ্য করলে বুজবেন বর্গের ৫ম বর্ণ নাসিক্য বর্ণ হয়ে থাকে।

      Delete
  4. ড় ঘোষ নাকি অঘোষ??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ড় তাড়নজাত ধনি।

      Delete
    3. "ড়" হলো ঘোষ,অল্পপ্রাণ।

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. ধন্যবাদ sir বড্ড উপকৃত হলাম ।।

    ReplyDelete
  7. খুব উপকৃত হলামস্যার

    ReplyDelete
  8. খন্দত্ত কি ঘোষ না অঘোষ? Mcq তে অঘোষ লিখা

    ReplyDelete
  9. একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির নাম কি?

    ReplyDelete
  10. কবি শব্দটি অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ কোনটি হবে?

    ReplyDelete
    Replies
    1. 'হ' হল ঘোষ মহাপ্রাণ।

      Delete
  11. স্যার সাকার শব্দের বিপরিত শব্দটা জানালে উপকৃ হতাম

    ReplyDelete
  12. নুরুল মাহমুদ ই

    ReplyDelete
  13. ধন্যবাদ

    ReplyDelete
  14. "হ" কি ঘোষ নাকি অঘোষ?

    ReplyDelete
  15. য কি ধ্বনি

    ReplyDelete
  16. য কি ধ্বনি

    ReplyDelete
  17. ম পর্যন্ত বিস্তারিত লিখেছেন এখানে, বাকিগুলো লিখলে ভালো হতো

    ReplyDelete
  18. ঘোষ ও অঘোষ বর্ণের আরেক নাম কি sir?

    ReplyDelete
  19. sir aponar washapp numbar dawa jabe

    ReplyDelete
  20. [য র ল ব শ ষ স হ ড় ঢ় য় ৎ ঃ ং ঁ ] এখানে কোনটা কি বর্ণ????

    ReplyDelete
  21. ঘোষ অঘোষ সম্পর্কে দশটি বাক্য

    ReplyDelete
  22. অনেক সুন্দর, ধন্যবাদ।

    ReplyDelete