এই পোস্টে যে সকল প্রস্নের সমাধান পাবঃ
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ।
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ।
- স্বরবর্ণে পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা ।
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যাঃ
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি -এ ঐ ও ঔ ঙ ঞ ৎ ং ঃ ঁ
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৮ টি - ঋ খ গ ণ থ ধ প শ
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৩২ টি - (বাকি গুলো)
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যাঃ
ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬ টি - ঙ ঞ ৎ ং ঃ ঁ
ব্যঞ্জনবর্ণে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৭ টি - খ গ ণ থ ধ প শ
ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬ টি - (বাকি গুলো)
বরবর্ণে পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা
বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৪ টি -এ ঐ ও ঔ
বরবর্ণে অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ১ টি - ঋ
বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬ টি - অ আ ই ঈ উ ঊ
ভালো
ReplyDeleteভালো
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteভালো
ReplyDeleteভালো
ReplyDelete