'হ' বর্ণের পরিচয়ঃ
'হ' কন্ঠজাত উষ্ম ঘোষবর্ণ(ঘোষবর্ণ কী?)। 'হ' এর উচ্চারণ নিয়ে প্রায়শই অনেকের মধ্যে সমস্যা দেখা দেয়। সমস্যার প্রধান কারন 'হ' এর উচ্চারণের ভিন্যতা। য-ফলা(্য), র-ফলা(্র) বা ঋ-কারের সাথে যুক্ত হলে 'হ' এর উচ্চারণে ভিন্যতা আসে। চলুন জেনে নেই 'হ' এর বিভিন্ন উচ্চারণ।
'্য'(য-ফলা)-র সাথে উচ্চারণঃ
যদি 'হ' য-ফলার সাথে যুক্ত হয় তবে এর উচ্চারণ 'ঝ' এর মত হয়। য-ফলা সহ এর উচ্চারণ দাঁড়ায় 'জঝ'।
যেমনঃ উহ্য= উজঝ ।
'্র'(র-ফলা)-র সাথে উচ্চারণঃ
যদি 'হ' র-ফলার সাথে যুক্ত হয় তবে এর উচ্চারণ 'র' এর মত হয়।
যেমনঃ হ্রদ= রদ
ঋ-কারের সাথে উচ্চারণঃ
'হ' ঋ-কারের সাথে যুক্ত হলে 'হৃ' লিখা হয় এবং এর উচ্চারণ 'ঋ' এর মত হয়।
যেমনঃ হৃদয় = ঋদয়।
'হ' এর সাথে কোন বর্ণ যুক্ত হলে 'হ' এর উচ্চারণ পরে হয়। যেমনঃ
'হ' এর সাথে 'ণ' যুক্ত হলেঃ
'হ' এর সাথে 'ণ' যুক্ত হলে 'হ্ণ' লিখা হয় এবং উচ্চারণে আগে 'ণ' আসে।
যেমনঃ পূর্বাহ্ণ= পূর্বাণহ ।
'হ' এর সাথে 'ন' যুক্ত হলেঃ
'হ' এর সাথে 'ন' যুক্ত হলে 'হ্ন' লিখা হয় এবং উচ্চারণে আগে 'ন' আসে।
যেমনঃ চিহ্ন= চিনহ।
শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।
No comments:
Post a Comment