আমরা অনেকেই পড়েছি উপত্যকার বিপরীত শব্দ অধিত্যকা।
আমরা প্রায় সবাই উপত্যকা কী জানলেও অনেকেই জানিনা অধিত্যকা কী।
আমরা প্রায় সবাই উপত্যকা কী জানলেও অনেকেই জানিনা অধিত্যকা কী।
তাহলে,
অধিত্যকা কী?
অধিত্যকা কাকে বলে?
অধিত্যকা উপত্যকার বিপরীত। অধিত্যকা বলতে পাহাড়ের উপরের সমতলভূমিকে বুজায়।অধিত্যকার সমার্থক শব্দ বললেই আমারা অধিত্যকা সম্পর্কে পরিষ্কার ধারনা পাব। অধিত্যকার ইংরেজি প্রতিশব্দ Plateau । অধিত্যকার বাংলা সমার্থক শব্দ মালভূমি।
মালভূমি:
সমুদ্রতল থেকে প্রায় ৩০০ – ৬০০ মিটার উচুতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভুমিকে মালভুমি বলে। যেহেতু মালভুমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত।
সমুদ্রতল থেকে প্রায় ৩০০ – ৬০০ মিটার উচুতে অবস্থিত, উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভুমিকে মালভুমি বলে। যেহেতু মালভুমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত।
No comments:
Post a Comment