window.dataLayer = window.dataLayer || []; function gtag(){dataLayer.push(arguments);} gtag('js', new Date()); gtag('config', 'G-XHK0X7LJ25'); Query Bangla: অসমীকরন ধ্বনি পরিবর্তন কি?

Friday, September 14, 2018

অসমীকরন ধ্বনি পরিবর্তন কি?

অসমীকরন ধ্বনি পরিবর্তনঃ

সমধ্বনি পাশাপাশি উচ্চারনের সময় অনেক ক্ষেত্রে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরন বলে।

যেমনঃ ফট+ফট= ফটাফট। এখানে ফটফট না হয়ে মাঝখানে আ যুক্ত হয়ে ফটাফট হয়েছে।
আরও উদাহরনঃ ধপ.+ধপ= ধপাধপ; টপ+টপ=টপাটপ; পট+পট=পটাপট  ইত্যাদি।

No comments:

Post a Comment