Monday, April 15, 2019

সীমান্ত গান্ধী কে এবং কেন?

সীমান্ত গান্ধী

খান আবদুল গাফফার খান সীমান্ত গান্ধী হিসেবে 
পরিচিত। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন এই নামকরন।

তিনি ছিলেন অবিভক্ত ভারতের তৎকালীন ব্রিটিশ শাসনের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের অবিসংবাদিত নেতা। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত কংগ্রেসের সমর্থক এই মানুষটি বেছে নিয়েছিলেন অহিংস আন্দোলনের রাস্তা। তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে শুরু করেন অহিংস এক আন্দোলন। মনে রাখবেন ওই অঞ্চলের পাখতুন গোষ্ঠীকে অহিংস পথে চালনা করা আর বাঘ কে নিরামিষ খাওয়ানো একই বস্তু। এই মানুষটি এবং তার অনুসারীরা নিজেদের ‘খুদা-ই- খিদমতগার’ মানে ঈশ্বরের সেবক বলতো। একসময় তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে তাকে আখ্যায়িত
করা হয় সীমান্ত গান্ধী বলে।

গান্ধীজির অনুসরণ এবং সীমান্ত প্রদেশের অধিবাসী হওয়ায় এই নামকরন।